করোনা পরিস্থিতি তৈরি হলেও দেশের কাছে এখন বড় খবর হয়ে দাঁড়িয়েছে সম্পদ বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের জিডিপি গোল্লায় গেলেও তিনি অটুট রয়েছেন। প্রধানমন্ত্রীর সচিবালয়ে (পিএমও) জমা দেওয়া বর্তমান সম্পদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে। আর আঙুল ফুলে কলাগাছ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
সরকারি সূত্রে খবর, সর্বশেষ সম্পদের ঘোষণাপত্রে প্রধানমন্ত্রীর সম্পদ ৩০ জুন পর্যন্ত ছিল ২.৮৫ কোটি টাকা। যা ২০১৯ সালে ছিল ২.৪৯ কোটি টাকা। প্রায় ৩৬ লাখ টাকা পুঁজি বেড়েছে নরেন্দ্র মোদীর। ৩৩ লাখ টাকার নিরাপদ বিনিয়োগের কারণে সুদ–আসল মিলিয়ে যে টাকাটি পেয়েছেন তাতেই তাঁর মোট সম্পদ বেড়েছে। তিনি বারবারই দাবি করেছেন, তাঁর টাকার প্রয়োজন নেই। কারণ তাঁর পরিবার নেই। এখন প্রশ্ন উঠছে, তাহলে এই বিপুল অর্থ সঞ্চয় কেন?
জানা গিয়েছে, জুন মাসের শেষ পর্যন্ত তাঁর হাতে ছিল ৩১,৪৫০ টাকা নগদ। গান্ধিনগরের এনএসসি ব্রাঞ্চের এসবিআই অ্যাকাউন্টে রয়েছে ৩,৩৮,১৭৮ টাকা। এছাড়া তাঁর ব্যাঙ্ক এফডিআর এবং এমওডি ব্যালেন্স ১,৬০,২৮,৯৩৯ টাকা। এছাড়া তাঁর রয়েছে ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট, যাতে রয়েছে ৮,৪৩,১২৪ টাকা। জীবন বিমা রয়েছে ১,৫০,৯৫৭ টাকা। ঘোষিত অস্থাবর সম্পদ ১.৭৫ কোটি টাকারও বেশি।
আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মোট সম্পদের মূল্য সামান্য হ্রাস পেলেও তিনি কমতি যান না। শেয়ারের বাজারে অস্থিরতা এবং বাজারের দুর্বল অবস্থাই তার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। ২০২০ সালের জুন পর্যন্ত অমিত শাহের সম্পদের পরিমাণ ২৮.৬৩ কোটি টাকা। গত বছর যা ছিল প্রায় ৩২,৩ কোটি টাকার মোট সম্পদ। তাঁর ১০টি অস্থাবর সম্পত্তি রয়েছে এবং সেগুলি সবই গুজরাটে।