রাজ্য লিড নিউজ

এবার নজর রাজ্যের বাজেটে

বুধবার রাজ্যের বাজেট পেশ। এদিন দুপুর ২টো নাগাদ রাজ্যের অর্থ বিভাগের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন। বাজেট নিয়ে পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যাটন অমিত মিত্র। স্টার্টআপ এবং উৎপাদন খাতে বরাদ্দ, জনকল্যাণমুখী প্রকল্পে বরাদ্দ থেকে রাজ্যের কোষাগার-কি কি চমক থাকতে পারে এবারের বাজেটে, সেই দিকে নজর রয়েছে সকলের ।

উল্লেখ্য, আয়ের সঙ্গে ব্যয় সামাল দিতে যে রাজ্যগুলির ত্রাহি মধুসূদন অবস্থা, সেই তালিকায় উপরের দিকেই আছে পশ্চিমবঙ্গ। বিভিন্ন সময়েই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার অভিযোগ তুলেছেন টাকা দিচ্ছে না কেন্দ্র। এর ওপর লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সব বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সহ বিভিন্ন ধরনের ভাতা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিপুল টাকা ব্যয় করতে হয়। তার উপর সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার দায় তো মাথার উপর ঝুলছেই। আদালত নির্দেশ দিলে এই খাতেই এককালীন ৪০ হাজার কোটি টাকার বোঝা চাপতে পারে রাজ্যের ঘাড়ে।

সামনে পঞ্চায়েত ভোট। বছর ঘুরতেই রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে মানুষের মন জয় করতে এই বাজেট বেশ গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষের পরিষেবা চালু রাখতে বাড়তি আয় প্রয়োজন। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতিকে সচল রাখতে কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারে রাজ্য, সেদিকেই নজর রাজ্য তথা দেশবাসীর।