জেলা

পতঙ্গ হানায় কপালে ভাঁজ চাষীদের

এবার অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে পতঙ্গ আতঙ্ক ছড়িয়েছে। বীরভূমের সদাইপুরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পেছনের জঙ্গলে হাজার হাজার অজানা পোকার দেখা মিলেছে। এই পোকাগুলি দেখতে একেবারেই সেই বিষাক্ত পতঙ্গের মতো। পোকাগুলি নিমেষের মধ্যেই খেয়ে ফেলছে গাছের পাতা। আতঙ্কিত গ্রামবাসীরাও। খবর পেয়ে পরিদর্শনে যান কৃষি দপ্তরের কর্মীরাও।
গ্রামবাসীদের সূত্রে খবর, পোকাগুলি গাছের পাতা খেয়ে নিচ্ছে। আশঙ্কা করছি এরা ফসলের ক্ষতি না করে। পুলিশ বিষয়টি দেখে গিয়েছে, দেখে গিয়েছেন পঞ্চায়েতের সদস্যরাও। দুবরাজপুর কৃষি দপ্তরের আধিকারিক সৌরভ কুণ্ডু এই পোকাগুলিকে পতঙ্গ নিশ্চিত করে জানান, এই পোকাগুলিই সেই বিশেষ পতঙ্গ। বিষয়টি জেলা কৃষি দপ্তরকেও জানিয়েছি। চাষিদের সতর্ক করা হয়েছে।
পতঙ্গের প্রকোপ দেখা দিতেই সবথেকে বেশি আশঙ্কায় দিন গুনছেন এলাকার চাষিরা। কারণ এখনও মাঠ থেকে ধান তোলা হয়নি। ধান তোলার কাজ চলছে। আর পতঙ্গ আক্রমণ করলে বিপুল ক্ষতির সম্মুখীন হবেন এই চাষিরা। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনও তৎপর। সবচেয়ে ক্ষতিকর প্রজাতি হলো মরু পতঙ্গ। আর ভারতে তারই প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। একটি পতঙ্গ যা সারাদিনে তার ওজনের সমপরিমাণ খাবার খেয়ে নিতে পারে। তাই আশঙ্কায় দিন গুনছেন চাষিরা।