করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ বাংলাতেও। রোজই সংক্রমণ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্যের মধ্যে কলকাতাতেও সংক্রমণের তীব্রতা ক্রমশ চোখরাঙাচ্ছে। এই পরিস্থিতিতে করোনা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল চেতলা অগ্রণী ক্লাব। বাড়িতে থাকা করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে ক্লাবের সদস্যরাই সেই বাড়িতে পৌঁছে দেবেন অক্সিজেন। তাও সম্পূর্ণ বিনামূল্যে। আজ এই পরিষেবার উদ্বোধন করবেন ক্লাব সভাপতি ফিরহাদ হাকিম।
অক্সিজেনের চাহিদা মেটাতে এবার দুয়ারে অক্সিজেন পরিষেবা শুরু হল শহরে। বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। এই পরিষেবা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ক্লাবের সদস্যরাই অক্সিজেন কনসেন্ট্রেটর রোগীর বাড়িতে পৌঁছে দেবে। এই পরিষবার জন্য কোনও খরচ করতে হবে না রোগীকে। এর গাড়ি ভাড়া–সহ অন্যান্য খরচ আমরা ক্লাব থেকে বহন করব। এইসব অক্সিজেন কনসেনট্রেটর ডোনেশন হিসেবে পেয়েছি। আপাতত আমাদের হাতে রয়েছে ২০টি রয়েছে। পরে সংখ্যা আরও বাড়ানো হবে।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৩৬ জন, মৃত্যু হয়েছে ১৩২ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৭৩। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। রাজ্যে সুস্থতার হার ৮৬.৪২ শতাংশ। রাজ্যে ১১ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩২ হাজার ৭৪০ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৯৩ জন। যা আতঙ্ক তৈরি করেছে।
দুয়ারে অক্সিজেন পৌঁছে দেওয়ার বিষয়টি এলাকার পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচার করা হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। তিনি জানান, ব্যানারে ফোন নম্বর রয়েছে। ওই নম্বরে ফোন করলেই আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিতে শুরু করব। এটা অবশ্য আমরা দিতে শুরু করেই দিয়েছি। আপাতত দশদিন এটা রোগীর কাছে রাখা হবে। এই যন্ত্রের সাহায্যে পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করা হয়। তার পর নলের মাধ্যমে রোগীকে অক্সিজেন দেওয়া যায়। অক্সিজেন সিলিন্ডার না থাকলে বিকল্প হিসেবে এই যন্ত্রকে কাজে লাগানো যেতে পারে।
