ব্রেকিং নিউজ রাজ্য

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির

দীর্ঘ সাড়ে চার মাসের টানাপড়েনের শেষে এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল ইডি।

বুধবার রাত ৯টা নাগাদ ফাইভ জি অ্যাম্বুল্যান্সে করে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। প্রথমে কাকুর শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। এরপর এদিন দুপুরেই তাঁর গলার নমুনা সংগ্রহের জন্য ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়। সূত্রের খবর, যে মেডিক্যাল বোর্ড রয়েছে তাতে একজন ভয়েস অ্যানালিস্ট ছিলেন।

জানা গিয়েছে, আজই আদালতে ফরেনসিক রিপোর্ট পেশ করতে পারে ইডি। এদিন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে বার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। হুইলচেয়ারে করে তাঁকে বার করে তোলা হয় অ্যাম্বুল্যান্সে। এরপর ইডির তদারকিতে ফাইভ জি অ্যাম্বুল্যান্সে তোলার সঙ্গে সঙ্গেই জোকার ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁর রক্তচাপ, হৃদস্পন্দন ও অন্যান্য মেডিক্যাল প্যারামিটার পর্যবেক্ষণ করেন।

অ্যাম্বুল্যান্সে থাকা এসএসকেএম ও জোকার দুই চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা রেকর্ড করতে থাকেন। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাতেই তাঁকে পিজির কার্ডিওলজিতে ফেরত দেওয়া হয়। ইডির দাবি, নিয়োগ মামলায় বাজেয়াপ্ত করা নথি থেকে একটি কণ্ঠস্বর তাঁরা পেয়েছেন। ওই কণ্ঠস্বর কাকুর হলে নিয়োগ মামলার তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে তদন্তকারীদের দাবি।