দেশের জন্য সুখবর। এবার ছোটদের ভ্যাক্সিনেও মিলল ছাড়পত্র। ২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়ার জন্য কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোল। দীর্ঘদিন ধরেই ছোটদের ভ্যাকসিনের জন্য অপেক্ষায় ছিল আসমুদ্রহিমাচল।
এই ঘটনা রীতিমতো দেশের জন্য স্বস্তির খবর। ড্রাগ কন্ট্রোল অব ইন্ডিয়া সূত্রে খবর, ২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়ার জন্য় এই টিকাকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই ছোটদের দেওয়ার জন্য জাইকোভ–ডি ও কোভ্যাক্সিনকে ড্রাগ কন্ট্রোলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হবে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, খুব তাড়াতাড়ি কোভ্যাক্সিনের ছাড়পত্র মেলার খবর
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে সূত্র মারফত জানা গিয়েছিল, টিকা নির্মাতা সংস্থা ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সীদের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে এবং জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের ছাড়পত্র পাওয়ার জন্য, সেই সংক্রান্ত রিপোর্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাজেশনের কাছে জমা দেওয়া হয়েছে।
ভারতে টিকাকরণ শুরুর পর থেকেই প্রাপ্ত বয়স্কদের মূলত কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অবধি জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক স্তরে ব্যবহারের জন্য কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি। তবে মনে করা হচ্ছে চলতি মাসেই সেই অনুমোদন আদায় করে নেবে কোভ্যাক্সিন। শিশুদের টিকার ক্ষেত্রেও অনুমোদন পাওয়া নিয়ে জটিলতা তৈরি হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।