দেশ লিড নিউজ

দিল্লি বিমানবন্দরে গ্রেফতার কুখ্যাত খলিস্তানি জঙ্গি

বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য এনআইএ’র। দিল্লি বিমানবন্দর থেকে ফেরার খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ সিংহ ওরফে খানপুরিয়াকে গ্রেফতার করল এনআইএ। প্রায় তিন বছর পর তার নাগাল পেল এনআইএ।

এএনআই জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাকে গ্রেফতার করা হয়। বব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং খালিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গে তার যোগ ছিল বলেই জানা যায়। তার হদিস দিলে ৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়।

২০১৯ সাল থেকেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই খলিস্তানি জঙ্গি নেতা। দিল্লির কন্নৌটে বিস্ফোরণ এবগ নব্বইয়ের দশকে অন্যান্য রাজ্যে গ্রেনেড হামলায় যুক্ত ছিল খানপুরিয়া। পাঞ্জাবের এনআইএ বিশেষ আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তারপরই ইন্টারপোল তার বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার এবং একটি রেড কর্নার নোটিশ জারি করে। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়ল এই কুখ্যাত জঙ্গি নেতা।