রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। শীর্ষ আদালতেও খারিজ হয়ে গিয়েছে রাজ্যের মামলা। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ডহারবার পুরসভার পর এবার রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবারই ডায়মন্ডহারবার পুরসভায় নোটিস পাঠায় ইডি। বৃহস্পতিবার উত্তর দমদম, দক্ষিণ দমদম, ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি সহ একাধিক পুরসভায় নোটিস পাঠানো হয়। ১২টি পুরসভার কাছেই ২০১৪ সাল থেকে কবে, কোথায়, কাকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ডায়মন্ডহারবার পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি-তে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেয়। ২০১৭ সালে ১৭ জন পুরসভার চাকরি পান। এই চাকরির পরীক্ষার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই তদন্তে নামে ইডি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল এখন ইডির জালে। অয়ন গ্রেফতার হতেই ইডির হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া নথি দেখে ইডির দাবি রাজ্যের ৬০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। তারপরেই পৃথকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।