রাজ্য

হকারদের থেকে তোলা আদায় নয়, পুলিশ- নেতাদের হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত দু’দিন ধরে কলকাতা-জুড়ে শুরু হয়েছে হকার ও জবরদখল উচ্ছেদ৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, যেমন হকারদের অন্যায় আবদার মানা হবে না, তেমনই হকারদের থেকে কোনও চাঁদা আদায় করতে পারবেন না হকার নেতারা। পুলিশও কোনও ভাবে চাঁদা নিতে পারবে না। গরিব হকারদের থেকে এভাবে চাঁদা আদায় বন্ধ করতে হবে নেতা ও পুলিশকে৷

মুখ্যমন্ত্রীর কথায়, “টাকা নিয়ে হকারদের বসতে দিচ্ছে। তার পর বুলডোজার দিয়ে তুলে দিচ্ছে। এমনটা চলতে পারে না। এর পর থেকে যদি দেখি কোথাও রাস্তায় হকার বসানো হচ্ছে, তাহলে কাউন্সিলরকেই অ্যারেস্ট করিয়ে দেব।”