শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। এর পাশাপাশি এই ক্যাপসুলের রয়েছে অনেক গুণও। ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহারে আপনি পেতে পারেন সুন্দর চুল ও ত্বক। ভিটামিন-ই ক্যাপসুল যে কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য। তবে শুধু সৌন্দর্য নয়, বলিরেখা থেকে স্ট্রেচ মার্কস কমাতেও এর জুড়ি মেলা ভার।
• ফাটা ঠোঁটের সমস্যায়:
শীতকালে ফাটা ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পেতে আজই ব্যবহার করুন ভিটামিন-ই ক্যাপসুল। প্রতিদিনের লিপবামের বদলে ব্যবহার করুন ভিটামিন ই তেল। ঠোঁটের রং কালো হয়ে গেলেও ভিটামিন-ই তেল লাগালে ভালো ফল পাওয়া যাবে।
• বলিরেখা দূর করতে:
বলিরেখা দূর করতে ভিটামিন-ই ক্যাপসুল অত্যন্ত কার্যকরী।ভিটামিন-ই ক্যাপসুলের নিয়মিত ব্যবহার ত্বকের বয়স বাড়তে দেয় না। ক্ষতিগ্রস্ত টিস্যু সারিয়ে ত্বক কোমল, সুন্দর করে তোলে ভিটামিন ই ক্যাপসুল।