দেশ বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

ISRO Mission: শুধু চাঁদ নয়, ইসরোর এবার টার্গেট সূর্য

ফের নতুন ইতিহাস লিখতে চলেছে ভারত। চাঁদের পর ইসরো দখল নিতে চলেছে সূর্য। এবার মহাকাশে মানুষ পাঠাবে ভারত। গগনযান মিশনের পরিকল্পনা ফাঁস করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। শীঘ্রই উৎক্ষেপণ হতে পারে আদিত্য এল-১ -এর। রাশিয়া এবং আমেরিকার মতো মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত।

আদিত্য-এল ১ যাকে সূর্যের নামেই নামকরণ করা হয়েছে একটি করোনাগ্রাফি স্যাটেলাইট। সূর্যকে পর্যবেক্ষণ করা এই মিশনের মূল উদ্দেশ্য‌। যা সূর্যের বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য দেবে বিজ্ঞানীদের। সূর্যের করোনা, সৌর নির্গমন এই সব কিছু সম্বন্ধে তথ্য জোগাড় করবে‌ এই কৃত্রিম উপগ্রহ। সূর্যের বাইরের দিকের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন নীচের দিকের স্তরের তাপমাত্রা সেই তুলনায় কম। প্রায় ৬০০০ কেলভিন ছিটকে আসা আগুনের ফুলকি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে তা আদিত্য-এল ১ খুঁজে বের করবে এমনটাই জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।

আদিত্যের শরীরে সাতটি যন্ত্র বসানো থাকছে। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থানে থেকে এই যন্ত্রগুলোর সাহায্যে সূর্যকে‌ ভালো ভাবে পর্যবেক্ষণ করতে পারবে যানটি। সৌরঝড় এবং সূর্যের অন্যান্য রহস্য সম্পর্কে এখনও বিজ্ঞানীদের অনেক কিছুই অজানা। আর সেই লক্ষ্যেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

এর পরের টার্গেট মিশন গগনযান। প্রথম ধাপে মহাকাশযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞানীরা। সাফল্য পেলে দ্বিতীয় ধাপে পাঠানো হবে রোবট। আর শেষ ধাপে পাঠানো হবে মানুষ। মহাকাশচারীদের নিরাপদে পুনরুদ্ধারে পরামর্শের জন্য নিয়োগ করা হয়েছে কমান্ডার অভিলাষ টমিকে। আগামী বছরের গোড়ার দিকেই এই মিশন চালু করার ব্যাপারে পরিকল্পনা নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

জানা গিয়েছে, গগনায়ণ অভিযান দেশীয় প্রযুক্তির অধীনে হতে চলেছে। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৯ হাজার ২৩ কোটি টাকা। সাথে আদিত্য-এল ১ মিশন। চাঁদের পর, সূর্যের বুকে কোন রহস্যের উন্মোচন হতে চলেছে সেই উত্তরের খোঁজে ISRO।