রাজ্য লিড নিউজ

শুধু স্পর্শকাতর নয়, পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

স্পর্শকাতর জেলাগুলিতেকেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে, প্রথমে এমনটাই নির্দেশ ছিল। তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেখানে বড় ধাক্কা খেতে হল কমিশনকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেই মামলার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, বাংলার সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা কমিশন করেনি। সেই কারণেই গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে পঞ্চায়েত ভোট করার বিষয়ে আদালত নির্দেশ দিচ্ছে।”

এই রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার বাংলার সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এ ব্যাপারে জেলাগুলির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এখন দেখার, নির্বাচন কমিশন এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কিনা।