আন্তর্জাতিক

কিছুটা কমল মৃতের সংখ্যা

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে মোট আক্রান্ত ২.‌৩৮ মিলিয়ন বা ২৩,৮০,০০০ মানুষ। তাঁদের মধ্যে মৃত ১,৫২,৫৫১জন। তবে রবিবারে মৃত এবং আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। করোনা ভাইরাস নিয়ে এই তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কিন্তু যদি উপযুক্ত পদক্ষেপ মানুষ না করে তাহলে তা বাড়তে পারে। সবাই এখন এই রোগ তাড়াতে মরিয়া।
গত ২৪ ঘণ্টাতে মারা গিয়েছেন ৬,৪৬৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৮১,১৫৩ জন। যা শনিবারে আক্রান্তের তুলনায় ৪০০০ জন কম এবং মৃতের তুলনায় ২৪৭ জন কম। এতে খানিকটা আশার আলো দেখা যাচ্ছে। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেই মনে করা হচ্ছে। কারণ কখন এই মারণ ভাইরাস আক্রমণ করবে কেউ বলতে পারে না। তাই সতর্কতা প্রয়োজন।
হু–র রিপোর্ট বলছে, ইউরোপেই এখনও সব থেকে বেশি আক্রান্ত, মোট ১১ লক্ষ মানুষ। রবিবার ৩,৭৩৭জনের মৃত্যু হওয়ায় ওই মহাদেশে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গিয়েছে। আমেরিকা অঞ্চলে ৩৭,৫৮৯জন আক্রান্ত এবং ২,৫১৬জনের মৃত্যুর খবর মিলেছে রবিবার। তার মধ্যে বেশিরভাগটাই আমেরিকায়।