প্রতিবছর শীতকাল এলেই স্নানে গরম জলের ব্যবহার চলে। কিন্তু স্নানের সাথে আপনি যদি চুলেও গরম জল ব্যবহার শুরু করেন তবে তা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। মাথার ত্বকের বিভিন্ন সমস্যা, চুল পড়া সহ আরো অনেক সমস্যায় পড়তে পারেন আপনি। বিশেষজ্ঞরা চুল ধোয়ার ক্ষেত্রে গরম জলের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন। তাদের মতে, গরম জল চুলকে যেমন রুক্ষ করে তেমনি চুলের নানা সমস্যা দেখা দেয়।
চুল রুক্ষ হয়ে যায়
গরম জল আপনার চুল এবং মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল কেটে ফেলতে পারে, এতে চুল রুক্ষ ও প্রাণহীন দেখায়। সেই সাথে গরম জলের ব্যবহারে আপনার চুল হয়ে যাবে নিস্তেজ।
চুল পড়া
নিয়মিত গরম জলে চুল পরিষ্কার করলে চুল ভেঙ্গে যেতে পারে। এতে করে চুল পড়ে যায়। গরম জল মাথার স্কিনের পোরগুলো খুলে দেয় যা চুলের গোড়া নরম করে ফেলে।
মাথার ত্বকে প্রদাহ সৃষ্টি করে
বেশি গরম জলে মাথার ত্বকের জ্বালাপোড়া হতে পারে, আপনার মাথার ত্বকের টিস্যুর ক্ষতি হতে পারে। এছাড়া চুল ও মাথার ত্বকের পুষ্টি ও অক্সিজেন গ্রহণের পথে বাঁধা সৃষ্টি করে।
খুশকির সমস্যা
খুশকির অন্যতম কারণ মাথার ত্বক শুকিয়ে যাওয়া। আর গরম জলে মাথার ত্বক শুকিয়ে যায়। এতে চুলকানি ও খুশকির সমস্যা বাড়ে।
সমাধান
খুব বেশি ঠান্ডা জলও মাথার ত্বকের জন্য ভালো না। এজন্য চুল ধোয়ার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে হালকা গরম জল। এতে করে একদিকে যেমন চুলের কোন ক্ষতি হবে না তেমনি ভালোভাবে চুল পরিষ্কারও হবে।