ব্রেকিং নিউজ রাজ্য

‘বাংলাদেশে নেই’, শাহজাহান শেখ কোথায় লুকিয়ে আছে? জানিয়ে দিলেন শুভেন্দু

শাহজাহানকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই অবস্থায় কোথায় লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান, জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, “শেখ শাহজাহান কোথায় আছে আমি বলে দিচ্ছি। বাংলাদেশে নেই। সন্দেশখালির এক গ্রাম প্রধানের বাড়িতে আছে।” শুভেন্দু জানিয়েছেন, শেখ শাহাজানের ভাই শেখ আলমগীর, আগারহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন এবং শেখ সিরাজউদ্দিন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করেন। অর্থাৎ নাম উল্লেখ না করলেও শুভেন্দু যে আগারহাটি গ্রামের প্রধানের নাম বোঝাতে চেয়েছিলেন তা বলাই বাহুল্য।