মুক্তিযুদ্ধে পাকিস্তানের ভূমিকার জন্য কোনওদিন ক্ষমা করতে পারবে না বাংলাদেশ। কড়া ভাষায় ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনারকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান, ঢাকায় তাঁর সরকারি বাসভবনে। সেখানেই আহমেদ সিদ্দিকির কাছে স্পষ্ট ভাষায় ক্ষোভ ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়, ‘১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের মানুষের উপর যে নৃশংসতা চালিয়েছে, তা ভোলার নয়। বাংলাদেশ তা কখনও ভুলতে এবং ক্ষমা করতে পারবে না। সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেনস ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’—– বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গ্রন্থে ১৯৪৮–৭১ সালে ঘটে যাওয়া অনেক ঐতিহাসিক ঘটনা জানতে পারবে জাতি।’
বঙ্গবন্ধু লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র উর্দু সংস্করণ পাকিস্তানে অন্যতম বহুল বিক্রিত বই। পাশাপাশি পাকিস্তানে এটি বেশ জনপ্রিয়ও। এই বিষয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতেই রাষ্ট্রদূত সিদ্দিকি গিয়েছিলেন হাসিনার সঙ্গে দেখা করতে। তবে তাঁকেও প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি জানান, বাংলাদেশ অতি দ্রুত উন্নয়নের শিখরে পৌঁছেছে। কীভাবে এমনটা ঘটল, সে সম্পর্কে জানতে আগ্রহী পাকিস্তান। তাঁর পরামর্শে হাসিনার সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য তিনি এসেছিলেন। এদিনের সাক্ষাতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
