স্বাস্থ্য

প্রখর রোদে হ্যান্ড স্যানিটাইজার নয়

করোনাকালে হ্যান্ড স্যানিটাইজার ছাড়া বাইরে বের হলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। কারণ ঘরের বাইরে সব জায়গাতে তো আর সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা পাওয়া যায় না। এজন্য অ্যালকোহল মিশ্রিত হ্যান্ডস্যানিটাইজার দিয়ে জীবাণু ধ্বংসের প্রয়োজন পড়ে। তবে সূর্যের তাপমাত্রা বেশি থাকলে বাইরে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করলে হাতে ফোসকা পড়তে পারে। ব্রিটেনের চিকিৎসকেরা এমনই সতর্কবার্তা জানিয়েছে। জাভা ইউকের চিকিৎসকদের বরাত দিয়ে মিরর অনলাইন জানিয়েছে, অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ডজেল কিছু ক্ষেত্রে সূর্যের আলোয় সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারে, যার কারণে হাতে যন্ত্রণা হতে পারে।

ডা. সিমরান দেও বলেন, সরাসরি সূর্যের নিচে বেশিক্ষণ থাকা অবস্থায় অ্যালকোহল-ভিত্তিক জেল ত্বকের ক্ষতি করতে পারে। যদিও এমনটি হওয়ার সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। এতটুকু জানা গেছে সূর্যের তাপে অ্যালকোজেল একজিমা বাড়িয়ে দেয়। এভাবে ফোসকা পড়লে হতে পারে ইনফেকশন। হাত পুরো লাল হয়ে যায়। মনে হবে আগুনে পুড়ে গেছে।

ডা. সিমরান আরো জানান, হাতে বারবার হ্যান্ডস্যানিটাইজার দেয়ার চেয়ে সাবান দিয়ে ধোয়া ভালো। ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সাবান সবচেয়ে বেশি উপকারী। তবে সবসময় তো আর সম্ভব না। তাই বাইরে থাকলে গ্লাভস ব্যবহার করা যেতে পারে। তবে গ্লাভসের ওপরও আবার ভাইরাস থাকতে পারে। তাই তখন মুখে হাত দেয়া ঠিক হবে না।