আন্তর্জাতিক

খাদ্য সংকটে উত্তর কোরিয়া!

খাদ্যাভাব দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। এই বছর ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব রয়েছে সেদেশে। যার ফলে আগামী মাস থেকেই সেদেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা এমন আশঙ্কার কথাই জানিয়েছে বুধবার। গত বছর থেকেই করোনাভাইরাস, প্রবল ঘূর্ণিঝড় এবং বন্যার দাপটে কিম জং উনের দেশের অর্থনীতি সমস্যার সম্মুখীন হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশের সমস্ত মানুষের খাবার জোগাতে ১১ লক্ষ টন খাদ্য প্রয়োজন। কিন্তু বাণিজ্যিক আমদানিতে ২ লক্ষ হাজার টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। সুতরাং ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব প্রকট হয়ে উঠেছে। কোনও ভাবে এই ঘাটতি পূরণ করা সম্ভব না হলে সংকটের মুখে পড়তে চলেছেন সেদেশের সাধারণ মানুষ।

উত্তর কোরিয়ার মুখ থুবড়ে পড়া অর্থনীতি ও খাদ্যসংকট বহুদিন ধরেই ভোগাচ্ছে সাধারণ মানুষকে। গত বছর অতিমারীর ধাক্কায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম। ফলে চিনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। তারপরই ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকে।