উত্তরবঙ্গে প্রথমবার অনুষ্ঠিত হল হুইলচেয়ার ম্যারাথন প্রতিযোগিতা। রবিবার একটি স্বেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে চালসা গোলাই থেকে বাতাবাড়ি কিষাণ মান্ডি পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা ম্যারাথন প্রতিযোগিতায় ১৭ জন প্রতিযোগী অংশ নেন। এদিন সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও প্রতিযোগীরা একে একে উপস্থিত হন। তবে বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু হয়নি ম্যারাথন।
এদিকে ম্যারাথন শুরু হতেই তাদের হুইলচেয়ার নিয়ে ছুটে চলেন প্রতিযোগীরা। তাদের ছুটে চলা দেখে আরো একবার যেন প্রমাণ হলো প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। এদিনের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসেছিলেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অপূর্ব সামন্ত, দ্বিতীয় স্থান অধিকার করেন পশ্চিম মেদিনিপুর জেলার বেলদার মিঠুন গিরি এবং তৃতীয় স্থান অধিকার করেন উত্তর দিনাজপুর জেলার ময়না চেকপোস্টের ভবেশ সোরেন।
এদিনের এই ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমূল হক, সমাজসেবী শেখ জিয়াউর রহমান সহ অনেকে।