হাইকোর্টের রায়ে শাপমুক্ত উত্তরবঙ্গ মেডিকেলের পাঁচ পড়ুয়া! বিশ্ববিদ্যালয়ে সাসপেনশন তুলে দিল হাইকোর্ট! ‘থ্রেট কালচার’-এর অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাঁচ পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছিল। নিষেধাজ্ঞা জারি হয়েছিল ক্লাস করা, পরীক্ষায় বসায়। বিশ্ববিদ্যালয়ের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পড়ুয়ারা। আর তাতেই মিলল স্বস্তি।
মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত সাসপেনশনের সিদ্ধান্ত খারিজ করে দিলেন। জানানো হয়েছে, কোনও সাসপেনশন নয়, ওই ৫ পড়ুয়া ক্লাস করতে পারবে, পরীক্ষাও দিতে পারবে। এদিন সাসপেন্ডেড পড়ুয়াদের হয়ে কেসটি লড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে তাঁর সওয়াল, “পড়ুয়াদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই। এটা করতে পারে একমাত্র অ্যাকাডেমিক কাউন্সিল। তাছাড়া আন্দোলনকারীদের ‘থ্রেটে’র মুখে পড়ে ওই পাঁচ ছাত্রছাত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কি থ্রেট কালচার নয়?” সওয়াল-জবাব শেষে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সাসপেনশন নয়। ওই ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন। যদিও কলেজে প্রবেশের এই অনুমতি বেশকিছু শর্তসাপেক্ষ। প্রয়োজন ছাড়া কলেজ চত্ত্বরে থাকতে পারবেন না ওই পাঁচ পড়ুয়া। পাশাপাশি, কলেজে কারও সঙ্গে কোনও উস্কানিমূলক আলোচনায় জড়াবেন না।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে এই পাঁচজন ছাত্র সাসপেন্ড হয়েছিলেন। সেই সময় তাঁদের বিরুদ্ধে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। কলেজ কাউন্সিল নিজেদের মধ্যে বৈঠক করে ৫ জনকে সাসপেন্ড করে।