কলকাতা রাজ্য লিড নিউজ

পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে

ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশও মেঘমুক্ত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে।

সোমবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। যদিও ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার আরও নামবে তাপমাত্রার পারদ। আগামী চার থেকে পাঁচ দিন থাকবে শীতের দাপট। দিনের বেলা ঝলমলে রোদ পড়লেও সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে।

সোমবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। মঙ্গলবার ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। নিম্নচাপের রেশ কাটতেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।