একনাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জলমগ্ন। শিলিগুড়ির সমস্ত ওয়ার্ডে জলের নিচে। মানুষের নাজেহাল অবস্থা। শিলিগুড়ি সবচেয়ে বড় মার্কেট বিধান মার্কেট জলের তলায়। ব্যবসায়ীরা বলছেন, জল নিকাশি ব্যবস্থা না থাকায় এই অবস্থা কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও তার কোনো হেলদোল নেই কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে রাত জেগে যেসব জায়গায় জল জমে গেছে নিকাশি ব্যবস্থা বন্ধ জেসিবি লাগিয়ে তার ব্যবস্থা করা হয়।
শিলিগুড়ি কর্পোরেশন এর পক্ষ থেকে একটি নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করলে পৌঁছে যাচ্ছে শিলিগুড়ি কর্পোরেশনের জরুরি ব্যবস্থা টিম। মঙ্গলবার, সকালেও বিভিন্ন জায়গায় দেখা গেল জলমগ্ন অবস্থায় বিভিন্ন দোকানে জল ঢুকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি শিলিগুড়িতে জল দাঁড়িয়ে থাকার কোনো কথাই নয় কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক মতন পরিষ্কার না থাকায় ব্যবসায়ীদের এই ক্ষতি হল।
বর্ষা কাটতে আরো সময় লাগবে তাই আগামী দিনে শিলিগুড়ি সমস্ত ওয়ার্ডে এই বৃষ্টিতে মানুষের যেন ক্ষতি না হয় তার ব্যবস্থা নিচ্ছে শিলিগুড়ি কর্পোরেশন শিলিগুড়ি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়।
উত্তরবঙ্গের অতি থেকে অতি ভারী বর্ষণের ফলে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছোট ছোট ক্যানেল বিপদ সংকেতের উপরে চলছে যেমন মহানন্দা নদী তিস্তা নদী এবং আরো ছোট ছোট নদীর চ্যানেল ফুলে-ফেঁপে নদীর জল উপচে পড়ছে। অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের চাষের জমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত ফসল। পাশে থাকার আশ্বাস দিয়েছে শিলিগুড়ি পৌরনিগম।
You must be logged in to post a comment.