ডুয়ার্সে প্রবল বৃষ্টিপাত এবং ভুটান থেকে জল ছাড়ার দ্বরুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন অবস্থায় রয়েছে। অসহায় অবস্থায় দিন কাটছে মানুষের। দিন কয়েক আগে প্রচন্ড ঝড়, শিলাবৃষ্টিতে কোচবিহার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উত্তরবঙ্গের নদীগুলি জলে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নদীর কাছে বসবাসকারী সাধারণ মানুষের এই মুহূর্তে নাজেহাল অবস্থা।
এদিকে একটানা বৃষ্টিতে কোচবিহারের নদী গুলির মধ্যে তোর্সা, কালজানি, গদাধর, মানসাই ও রায়ডাক ব্যাপক আকারে জলে ফুলে-ফেঁপে উঠেছে। বন্যায় কবলিত সাধারণ মানুষের ঘরবাড়ি, জমি, গাছপালা নতুন ফসল সব কেড়ে নিয়েছে। এই বন্যায় কৃষকদের সারা পরিশ্রমের সম্পদ নষ্ট হয়ে গেছে। রাস্তায় এক কোমর জল যাতায়াতের ক্ষেত্রে চূড়ান্ত অসুবিধায় ফেলেছে।
অপরদিকে কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো পরিবার বন্যায় কবলিত। গদাধর, কালজানি ও রায়ডাক নদী লাগোয়া বসবাসকারী সাধারণ মানুষ করুণ অবস্থার মধ্যে রয়েছে। দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় অনেক বাড়ি জলমগ্ন। প্রশাসন কোনরকম সাহায্য ও খোঁজখবর নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কোন সংগঠন তাদের এই বিপদের দিনে পাশে নেই। সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের সময় বিভিন্ন দলের নেতা-মন্ত্রীদের প্রতিশ্রুতি আসলেও নির্বাচন শেষ হলেই তাদের কোন খোঁজখবর নেয় না কেউ, অভিযোগ স্থানীয়দের।