আরো ভয়াবহ হচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। গদাধর নদীর ভাঙনে আতঙ্কে ভাসছে গোটা গ্রাম। ভাঙছে একের পর এক বাঁধ। ঘটনাটি কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায়। স্থানীয়রা জানান, বহু পুরনো এই বাঁধ, আর এই বাঁধের ওপরেই নির্ভর এলাকার প্রায় ১০০ টি পরিবার। সামনেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের এই বাঁধের ওপর দিয়েই নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত।
বাঁধের ভাঙনে ভয়ে ভয়ে দিনযাপন করছেন গ্রামবাসী থেকে শুরু করে পড়ুয়ারা। যদিও স্থানীয়রা জানান, এই বাঁধের কথা বারংবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে জানিয়েও এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি। তবে স্থানীয়দের দাবি, দ্রুততার সাথে যদি বাঁধের কাজ করা হয় তাহলে অনেকটাই সমস্যা সমাধান হবে।
উল্লেখ্য, এই দেওচড়াই গ্রাম কৃষিভিত্তিক গ্রাম। এই নদীর জল বাড়ায় চাষাবাদ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিঘার পর বিঘা কলা বাগান ও পাট ক্ষেত সহ্য অন্যান্য ফসল সবই এখন গদাধর নদী গ্রাসে। স্থানীয়রা আরও বলেন, জল সরলে সবচেয়ে বড় চিন্তা, ফসল তো সব শেষ হয়ে গেল, এরপর কীভাবে হবে তাদের দিন গুজরান?