জেলা

আবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু!‌

পাতুলিয়ার পর ফের জমা জলে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত এক প্রৌঢ়। মৃতের নাম দীপক চৌধুরী বয়স ৬৫ বছর।। ঘটনাটি ঘটেছে আগরপাড়া তারাপুকুর অঞ্চলে। রাতে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি, এরপর বাড়িতে ঢুকতেই নিজের বাড়ির গেটে বিদ্যুৎপৃষ্ঠ হন দীপক বাবু।

টানা বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে তার বাড়ি সহ গোটা এলাকা। প্রতিবেশীদের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তার। খড়দা থানা ও বিদ্যুৎ বিভাগে খবর দিলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। তার পর খড়দা থানা পুলিশ গুরুতর অসুস্থ অবস্থায় দীপক চৌধুরীকে উদ্ধার করে বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।এই নিয়ে উত্তর ২৪ পরগনায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল মোট ৬ জনের। আবার ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই সতর্ক করা হয়েছে। আর যাতে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।