জেলা লিড নিউজ

Corona: সুস্থ হচ্ছে উত্তর ২৪ পরগণা

গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা (corona) আক্রান্ত হয়েছেন ৮৬ জন৷ একই সময় সুস্থ হয়েছেন ৯০ জন৷ মৃতের (death) সংখ্যা শূন্য৷

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,উত্তর ২৪ পরগণা জেলায় মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ১৯ হাজার ৪৪১ জন৷ এর মধ্যে মোট সুস্থ্য হয়ে উঠেছেন ৩ লক্ষ ১৩ হাজার ৫৯৪ জন৷ মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৬৯ জনের৷

অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫৬ জন। তারফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জনে।একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের।

বাংলায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৬৭ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৫৩২ জনের।