প্রতীক্ষার অবসান। ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকাল থেকে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হল সাঁতরাগাছি ব্রিজে। দীর্ঘ প্রায় এক মাসের বেশি বন্ধ ছিল সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দিনের বেলা ছোট গাড়িগুলো চলাচল করার অনুমতি দেওয়া হলেও পণ্যবাহী গাড়ি পুরোপুরি বন্ধ ছিল। যার ফলে অসুবিধায় সম্মুখীন হচ্ছিলেন বহু সংখ্যায় যাত্রীরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠায় খুশি নিত্য যাত্রীরা। তাদের কথায়, যেরকম যানজটের দীর্ঘক্ষণ আটকে থাকতে হত। এখন আর তা হবে না বলেই তাদের আশা।
এদিন সকাল থেকেই দেখা গেল ছোট থেকে বড় সব ধরনের গাড়ি সাঁতরাগাছি ব্রিজ হয়ে চলাচল করছে। এদিকে সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল শুরু হওয়াতে আজ বহু সংখ্যায় যাত্রীদের দেখা গেল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে নেমে বাসে ওঠার মুখে যাতায়াত করতে। দীর্ঘদিন সাঁতরাগাছি ব্রিজ মেরামতির ফলে তারা সাঁতরাগাছি স্টেশন না নেমে সোজা হাওড়া স্টেশন চলে যাচ্ছিলেন।