দেশ ব্রেকিং নিউজ

অ-শান্ত মনিপুর! প্রায় দু’মাস পর শনিবার সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

অশান্ত মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র। আগামী ২৪ জুন শনিবার বৈঠকটি ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবারই দিল্লিতে তলব করা হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। তিনি প্রথম থেকেই মণিপুর পরিস্থিতি পর্যালোচনা করছেন। বেশি রাতে তিনি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারপর বৈঠকের দিনক্ষণ জানানো হয়। শনিবার বিকাল ৩’টায় স্বরাষ্ট্রমন্ত্রকে এই বৈঠক হবে। মণিপুরে সংঘর্ষ শুরু হয় ৩ মে। ইতিমধ্যে প্রায় ১২৫জনের প্রাণ গিয়েছে। আহত অসংখ্য। এলাকা ছাড়া প্রায় ৫০ হাজার পরিবার। প্রাণ রক্ষায় আশপাশের রাজ্যে পালিয়েছে বহু পরিবার।

যদিও বিরোধী দলগুলি প্রথম থেকেই সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়ে আসছে। স্বাভাবিকভাবেই, সংঘর্ষ শুরুর ৫১ দিন পর হতে যাওয়া বৈঠকের সিদ্ধান্ত এমন সময় ঘোষণা করা হল যখন কংগ্রেস মণিপুর নিয়ে লাগাতার আক্রমণের পর বুধবার মুখ খোলেন স্বয়ং সনিয়া গান্ধী। ভিডিও বার্তায় সরকারের কঠোর নিন্দা করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সরব উত্তর-পূর্বের ওই রাজ্যটির অস্থির পরিস্থিতি নিয়ে। প্রধানমন্ত্রীর নীরবতায় বারে বারে সরব হয়েছেন তিনি। প্রসঙ্গত, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফর থেকে দেশে ফিরবেন। বৈঠকটি ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।