বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

৬০ বছর পর পরিবর্তন NOKIA-র ঐতিহাসিক লোগোর

অর্ধ শতাব্দীর বেশি সময় মোবাইল ফোনের জগতে একছত্র অধিপত্য ছিল ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়ার। এই সংস্থার লোগো বা ব্র্যান্ড আইডেনটিটি সাধারণ মানুষের মধ্যে এতটাই পরিচিত ছিল যে কেউ ফোন কিনতে গিয়ে শুধু নোকিয়াই খুঁজতেন। তবে ফিনল্যান্ডের এই সংস্থা কয়েক বছর আগে অধিগ্রহণ করে চাইনিজ কোম্পানি এইচএমডি গ্লোবাল। তবে জনপ্রিয়তার কথা মাথায় রেখে নোকিয়ার ব্র্যান্ড নেম ও লোগো একই রেখে দেয় এইচএমডি গ্লোবাল। এবার বৃহত্তর স্বার্থে পরিবর্তন হচ্ছে নোকিয়ার লোগো। তাও আবার ৬০ বছর পর।

বর্তমানে একটি স্মার্টফোন উৎপাদক কোম্পানি থেকে একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানিতে পরিবর্তিত হতে চাইছে নোকিয়া। লোগো পরিবর্তনের মাধ্যমে সেই পথেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল সংস্থা। NOKIA- শব্দটির পাঁচটি অক্ষর সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আকার ও আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে নতুন লোগো। লোগোতে কোনও নির্দিষ্ট রঙ ব্যবহার করা হয়নি। ফলে ধরে নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে ভিন্ন রঙের ব্যবহার হবে ভবিষ্যতে। গত আর্থিক বছরে নোকিয়া ২ বিলিয়ন ইউরোর স্মার্টফোন বিক্রি করেছে। যা তার আগের বছরের তুলনায় ২১ শতাংশ রেকর্ড বৃদ্ধি।

নোকিয়া তাঁর ব্যবসায়িক কৌশলগত পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী নেতৃত্ব অর্জন করতে চায়। তাঁরা শুধু স্মার্টফোন উৎপাদনই নয়, এবার থেকে আরও প্রযুক্তি ভিত্তিক পরিষেবাও প্রদান করবে। বিভিন্ন সংস্থাকে ৫জি প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করার চুক্তি করেছে নোকিয়া। এইমূহুতে অ্যামাজন এবং মাইক্রোসফ্ট তাঁদের অন্যতম প্রধান প্রতিযোগী। এবার লোগো পরিবর্তনের মাধ্যমে সংস্থা আরও অগ্রাসন নিয়ে ঝাঁপাতে চাইছে।