সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই চলবে অভিনেতা সুশান্ত মৃত্যু–রহস্য মামলার তদন্ত। সিবিআই এবং মুম্বই পুলিশের মধ্যে যোগাযোগ রাখার জন্য সিবিআই ডিআইজি সুভেজ হককে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। ফলে এই তদন্ত যে দ্রুত গতিতে চলবে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই এই মামলার তদন্তে গতি আনার জন্য জোড়া বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সিবিআই। এই তদন্তকারী দলের মুম্বইয়ে সিবিআই দপ্তরে আজ বৈঠকও হয়েছে।
এদিকে সিবিআই এবং সিটকে সাহায্য করার জন্য একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দলও গঠন হয়েছে। সিবিআই অনেকের বক্তব্য রেকর্ড করেছে। তার মধ্যে সুশান্ত অর্থ সংক্রান্ত বিবৃতিও রয়েছে। তদন্ত প্রক্রিয়ার সিবিআই মুম্বই পুলিশের ডিসি পদমর্যাদার দুই অফিসারঅভিষেক ত্রিমুখে এবং মরমজিৎ সিংহকে জিজ্ঞাসা করবে বলে খবর। সুশান্ত মৃত্যুরহস্য মামলার তদন্তে মুম্বই যান বিহার পুলিশের আইপিএস অফিসার। তাঁকে হাতে স্ট্যাপ মেরে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয় বৃহন্মম্বই পুরসভা। এই বিয়টি খতিয়ে দেখা হবে বলে খবর।
অন্যদিকে সিবিআই সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে ঘটনার পুনর্নির্মান করা হবে। এই জন্য তদন্তকারী দল সুশান্ত সিং রাজপুতের বান্দ্রা ফ্ল্যাটে যেতে পারে। বৃহন্মম্বই পুরসভা জানিয়েছে, ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল যদি ৭ দিনের জন্য আসে তবে তাদের কোয়ারেন্টিন থেকে ছাড় দেওয়া হবে। সুশান্তের ডায়েরি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখা হবে। ঘটনার দিন এবং তার পরের দিন কী কী ঘটেছিল তা মিলিয়ে দেখা হবে। সেখান থেকে কোনও সূত্রই এই মৃত্যু–রহস্য ভেদে কাজে লাগতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।