দেশ ব্রেকিং নিউজ

‘‌বিজেপিকে একটি ভোট নয়’‌

যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেখানে সভা করে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানানোর কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। জানা গিয়েছে, মোর্চা পশ্চিমবঙ্গের পাঁচটি জায়গায় সভা করবে। যা বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে টলে গিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার সেই বার্তা নিয়েই রাজ্যে সভা করবে তারা। কৃষকদের দুর্দশা তুলে ধরা হবে। বিধানসভা নির্বাচনের আগে তা চাপে ফেলে দেবে বিজেপিকে বলে মনে করা হচ্ছে।
বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে ১০০ দিনের বেশি আন্দোলনরত কৃষকরা। আন্দোলনরত প্রায় ৪০টি কৃষক সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা বা এসকেএম। এই মোর্চা এবার রাজনীতিতে প্রবেশ করতে চলেছে। দেশের বিভিন্ন জায়গায় প্রস্তাবিত সভা থেকেই বিজেপি বিরোধী প্রচার শুরু করবেন আন্দোলনরত কৃষক সংগঠনগুলি।
পশ্চিমবঙ্গ কিষান কো–অর্ডিনেশন কমিটির সমন্বয়ে কলকাতায় দু’টি সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ এবং ১৩ মার্চ। একইভাবে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে বাকি সভাগুলি হবে নন্দীগ্রাম, সিঙ্গুর এবং আসানসোলে। ১৩ মার্চ কলকাতার সভায় অংশ নেবেন বিকেইউ নেতা রাকেশ টিকাইত এবং সংগঠনের সাধারণ সম্পাদক যুদ্ধবীর সিং। যুদ্ধবীর সিং বলেন, ‘‌পশ্চিমবঙ্গের কৃষকরাও বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হয়েছেন। তাঁদের ইস্যুগুলি রাজনৈতিক দলের ইস্তেহারে স্থান পাওয়া উচিত।’‌
বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানানো হলেও সভা থেকে নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার কথা বলা হবে না বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, ‘‌বিজেপি চরমভাবে কৃষক, খেতমজুর ও গরিব বিরোধী। এই দল কৃষক-মজুর আন্দোলনকে ক্রমাগত আক্রমণ, হেনস্থা ও অপমান করছে যাতে কৃষিক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলি প্রবেশ করে কৃষকদের জীবন–জীবিকা ধ্বংস করতে পারে।’‌