দেশ ব্রেকিং নিউজ

নো ডিউজ সার্টিফিকেট’ আটকে রাখা যাবে না, বড় নির্দেশ কমিশনের

প্রার্থীদের ‘নো ডিউজ সার্টিফিকেট’ আটকে রাখা যাবে না, এবার বড় নির্দেশ নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, প্রার্থী হ‌ওয়ার ক্ষেত্রে কার‌ও ‘নো ডিউজ সার্টিফিকেট’ আটকে রাখা যাবে না।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ’ সার্টিফিকেট না দেওয়ায় বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে। তার জায়গায় দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দেবতনু ভট্টাচার্য। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর। এর আগে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তিনি। কিন্ত কোনোরকম সুরাহা মেলেনি।