দেশ ব্রেকিং নিউজ

‘‌গুজবে কান দেবেন না’‌

দেশজুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে। তার মধ্যে করোনা টিকার কার্যকারিতা নিয়ে কারও মনেই কোনও ভুল ধারণা থাকা উচিত নয় বলে জানালেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কারণ নানা গুজব শুরু হয়েছে। তাই তিনি এই কথা বললেন।
হর্ষবর্ধন এদিন বলেন, ‘‌টিকার সমস্ত তথ্যই বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখা হয়েছে। এই নিয়ে কেউ যেন কোনও গুজবে কান না দেন।’‌ তিনি জানান, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ড্রাই রানে সহায়তা করতে হবে। আর গুজব এড়িয়ে চলতে হবে।
শনিবার দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান সফলভাবে হওয়ার পর হর্ষবর্ধন জানান, টিকা নিয়ে অনেকদিন ধরেই নানারকম কথাবার্তা হচ্ছে। কিন্তু এখন ড্রাই রান চলছে। টিকার এই রোল–আউটের পরে আর এই নিয়ে কারও মনে কোনও ধন্দ থাকা কাম্য নয়। এমনকী তিনি বহু দশক আগে শুরু হওয়া পোলিও টিকাকরণের কথাও স্মরণ করিয়ে দেন।