জেলা

যথেচ্ছ পুনর্নিয়োগে রাশ নবান্নের

অবসরপ্রাপ্ত কর্মীদের যথেচ্ছ পুনর্নিয়োগে এবার রাশ টানতে উদ্যোগী হল নবান্ন। এই লক্ষ্যে অবসরের পর বিভিন্ন দপ্তরে আধিকারিক ও কর্মীদের পুনর্নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হল। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে সব দপ্তরকে এব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। দপ্তর ছাড়াও তাদের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ দেওয়া হলে সেই তথ্যও পাঠাতে বলা হয়েছে ওই চিঠিতে। নির্দিষ্ট প্রোফর্মায় পুনর্নিয়োগ পাওয়া আধিকারিক ও কর্মীদের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে।

সরকারি সূত্রে খবর, বিভিন্ন দপ্তর অনেক সময় নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দপ্তরে বা অধীনস্থ কোনও সংস্থায় অবসরপ্রাপ্ত আধিকারিক বা কর্মীকে পুনরায় নিযুক্ত করে। তার জন্য কর্মিবর্গ ও অর্থ দপ্তরের কোনও অনুমোদন অনেক সময় নেওয়া হয় না। দপ্তর বা অধীনস্থ সংস্থা নিজস্ব তহবিল থেকে তাদের বেতনের টাকা দেয়। বিভিন্ন প্রকল্পের জন্য প্রাপ্ত টাকা ব্যাঙ্কে জমা থাকার জন্য যে সুদ পাওয়া যায় প্রধানত তা থেকে তাদের বেতন দেওয়া হয়। এবার যথেচ্ছ পুনর্নিয়োগ যে নবান্ন পছন্দ করছে না তা চিঠি পাঠানো থেকে পরিষ্কার।

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে সব দপ্তরকে চিঠি পাঠিয়ে প্রতি মাসে অবসর নেওয়া কর্মীদের নামের তালিকা পাঠাতে বলা হয়েছে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ওই তথ্য পাঠাতে বলা হয়েছে। কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে সেই তথ্য পাঠাতে হবে। সেক্রেটারিয়েট কমন ক্যাডারের আওতায় থাকা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার ও বিভিন্ন গ্রেডের টাইপিস্টদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।