দেশ লিড নিউজ

‘‌হাথরাসের ঘটনায় ধর্ষণের প্রমাণ মেলেনি’‌

হাথরাস কাণ্ড নিয়ে এখনও গোঁয়ারতুমি করে যাচ্ছেন যোগী আদিত্যনাথ ও তাঁর প্রশাসন। হাথরাস ধর্ষণের কোনও প্রমাণই পাওয়া যায়নি রিপোর্টে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই কথাই জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। জেজে হাসপাতালের প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট এসেছে। সেখানে উল্লেখ নেই ধর্ষণের। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল আগ্রার এফএসএল–এও। ধর্ষণের সম্ভাবনা উড়িয়েছে তাঁরাও। যোগী সরকারের দাবি, ষড়যন্ত্রেও তদন্ত হোক। জনস্বার্থ মামলায় হলফনামা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
এখানেই শেষ নয়, যোগী সরকারের সাফাই, বড় ধরণের অশান্তি এড়াতেই মাঝরাতে অন্তেষ্টি হয়েছে হাথরস কন্যার। হাথরস নিয়ে সুপ্রিম কোর্টে এমনই যুক্তি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই রাতেই সরানো হয় দেহ বলছে যোগী সরকারের।
এদিকে সুপ্রিম কোর্টে, উত্তরপ্রদেশ সরকারের সিবিআই তদন্তের আর্জির পর, স্বাভাবিকভাবেই মামলার তদন্ত সর্বোচ্চ আদালতের তত্ত্ববধানেই হবে। উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কায়েমি স্বার্থে হাথরাস কাণ্ডের রেশ ধরে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। তাই তদন্তে এই বিষয় নজরে রাখার আর্জি জানানো হয়েছে।
অন্যদিকে বাড়ির লোককে কেন গৃহবন্দি করে রাখা হয়েছিল তা নিয়ে কোনও সাফাই দেয়নি যোগীর সরকার। কেন একবারও নির্যাতিতার দেহ পরিবারকে দেখানো হল না তা নিয়েও আদালতকে কিছু জানায়নি সরকার। সুতরাং একটা ধোঁযাশা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।