অবশেষে ধানাইপানাই ছেড়ে কলকাতা এবং রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট করতে আপত্তি নেই বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকারের আপত্তি ছিল, করোনা আবহে পুরভোট পিছিয়ে দেওয়া উচিত। এখন ভোট করা যাবে না। এখন ভোট হলে রাজ্যের মানুষ সংক্রমণের কবলে পড়বে।
এদিন হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ১৫ জানুয়ারি। তার ভিত্তিতে ওয়ার্ড বিন্যাসের কাজ করা হবে। সেই কাজ করতে সাত–দশ দিন সময় লাগার কথা। কিন্তু করোনা অতিমারির কারণে পরিস্থিতি এখন ভিন্ন।
এই পরিস্থিতিতে একটি ভোটকেন্দ্রে কোনওভাবেই এক হাজারের বেশি ভোটারকে ঢুকতে দেওয়া যাবে না। বিহারের নির্বাচনে এভাবেই প্রস্তুতি নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনকেও এভাবেই প্রস্তুতি নিতে হবে। কলকাতা পৌরনিগম এলাকায় মোট ভোটারের সংখ্যা ৪১ লক্ষ ৩৯ হাজার ৮৩১। ভোটকেন্দ্র রয়েছে ৪৬৯১টি। সেইসব নিয়ে ভোটের প্রস্তুতি নিতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পরে কোভিড–বিধি মেনে বুথ বিন্যাস এবং প্রস্তুতি আরও বাড়াতে হবে। ফলে নতুন অনেক ভোটকেন্দ্র চিহ্নিত করতে হবে। এই প্রস্তুতির জন্য আরও চার সপ্তাহ সময় ধরে রাখতে চাইছে কমিশন। কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।