অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসকে একহাত নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কারণে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রবার শাহ বলেন, “রাম মন্দির নির্মাণ ঠেকাতে কংগ্রেস, এসপি এবং বিএসপি তাদের আমলে অনেক প্রচেষ্টা করেছিল। সেবকদের মারধর করা হয়েছিল। এমনকি মেরে সরযু নদীতে ফেলে দেওয়া হয়।”
শাহ আরো বলেন, মানুষ এখনও মনে রেখেছে কারা ‘কার সেবকদের’ গুলি করেছিল এবং কেন? ‘রাম লল্লা’কে কেন এত বছর তাঁবুতে থাকতে হল? অযোধ্যায় রাম নবমী এবং দীপোৎসব উদযাপন কে বন্ধ করেছিল? এদিন শাহ হুঙ্কার দিয়ে বলেন, “এখন, অযোধ্যায় একটি বিশাল রাম মন্দির নির্মাণ কেউ আটকাতে পারবে না।”
উত্তরপ্রদেশে পারফিউম প্রস্তুতকারকদের উপর অভিযানের কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, “দুর্নীতিতে সুগন্ধির গন্ধ। এসপি’র পাপের শিকড় কতটা গভীর তা অনুমেয়। যখন সেই শিকড়গুলিকে আক্রমণ করা হচ্ছে, তখনই অখিলেশ যাদব অসুস্থ বোধ করছেন!
সমাজবাদী পার্টির নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসপি সরকারের সময়ে তিনটি ‘প’ -ছিল। ‘পরিবারবাদ’, পক্ষপাত এবং পলায়ন। কিন্তু বিজেপি সরকার সামগ্রিক বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর কাজ করে চলেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৪০৩ আসনের মধ্যে ৩১২ টি আসন পেয়েছিল, সেখানে সমাজবাদী পার্টি ৪৭ টি আসন পেয়েছিল এবং বহুজন সমাজবাদী পার্টি ১৯ টি আসন জিতেছিল এবং কংগ্রেস জিততে পেরেছিল মাত্র ৭ টি আসন। বাকি আসনগুলো ছিল অন্যদের দখলে।