দেশের অর্থনীতি যে তলানিতে গিয়ে ঠেকেছে তা বারবার বলেছেন অর্থনীতিবিদরা। এবার করোনা সঙ্কটের কারণে চলতি বছরে কোনও নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সব মন্ত্রালয়কে নতুন কোনও প্রকল্পের অনুরোধ পাঠাতে না বলা হয়েছে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে। শুধুমাত্র প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনা এবং আত্মনির্ভর ভারতের প্রকল্পগুলোই চালাবে সরকার। এছাড়া অন্য কোনও প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিবর্তিত পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। যেসব প্রকল্পকে ইতিমধ্যেই বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলিও ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। ভারতের ক্রমাগত করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই এত বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার।
করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইতালির পরে ভারত সপ্তম স্থানে রয়েছে। অবশ্য মৃত্যুর হারের বিচারে ভারত বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে এবং রোগ থেকে পুনরুদ্ধারের ক্ষেত্রে এটি অষ্টম স্থানে রয়েছে। ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৭৭০।