রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা রথীন ঘোষের বাড়িতে প্রায় সাড়ে ১৯ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালাল ইডি। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ রথীনের মাইকেলনগরের বাড়িতে হানা দেয় ইডি। আর শুক্রবার ভোররাত পৌনে ২টো নাগাদ খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়ি থেকে বেরোন ইডি-র আধিকারিকেরা।
ভোররাতে ইডি-র দল তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হন রথীন, তিনি বলেন, “ইডি আধিকারিকেরা আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি। তবে পুরসভায় নিয়োগ নিয়ে তাঁদের ধারণায় অনেক গন্ডগোল আছে। তাঁরা আমাকে জিজ্ঞাসাবাদ করেননি। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া তদন্ত হয়েছে তা আদালতের নির্দেশে ছিল। ওই সময় আমি চেয়ারম্যান ছিলাম, তাই আমার বাড়িতে আসেন। আমার নথি যাচাই করা হয়, এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।”
তিনি নিজে একটি বই দিয়ে ইডির তদন্তে সহযোগিতা করেছেন বলে দাবি রথীনের। তিনি আরও বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকেরা।” নিয়োগ সংক্রান্ত কোনও নথি তাঁর বাড়ি থেকে পাওয়া যায়নি বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী।