করোনা পরিস্থিতিতে বামেরা সব বড় সভা বন্ধ করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাতিল করেছেন রাজ্যের নির্বাচনী সফর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান, কলকাতায় আর কোনও বড় সভা বা কর্মসূচি করবেন না। কিন্তু এই পরিস্থিতিতে অপরিবর্তিতই থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত সমস্ত কর্মসূচি। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। করোনা নিয়ে বৈঠক করছেন আবার সভাও করছেন কেন? তিনি কী পরিস্থিতিটা বুঝতে পারছেন না?
বিজেপি সূত্রে খবর, কলকাতাতেও সমাবেশ করবেন তিনি। সবই হবে করোনা বিধি মেনে। কারণ, তেমনটাই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। সোমবার এই কথা জানিয়েছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। প্রধানমন্ত্রীর আরও চারটে জনসভা বাকি রয়েছে রাজ্যে। দু’দিনে এই সভাগুলি করার কথা ছিল। কিন্তু একদিনেই এই সভাগুলি সারবেন তিনি। প্রতিটি জনসভায় শারীরিক দূরত্ববিধি কঠোরভাবে মানা হবে।
সোমবার টুইটারে বিজয়বর্গীয় লেখেন, করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সভার রূপ বদল করতে হবে। সামাজিক দূরত্ববিধিতে বিশেষ নজর দিতে হবে। এখনও পর্যন্ত মোট ১২ বার বাংলায় এসেছেন মোদী। এখনও পর্যন্ত ১৮টি সমাবেশ করেছেন। বিজেপি সূত্রে খবর, আগামী ২১ ও ২৪ এপ্রিল দু’টি সফরে চারটি সমাবেশ করবেন তিনি। আগামী ২৪ এপ্রিল, শনিবার চারটি সমাবেশ করবেন মোদী। মালদহের বিএড কলেজ ময়দান, মুর্শিদাবাদের নর্দার্ন পার্ক, কলকাতার ভবানীপুর এবং বীরভূমের সিউড়িতে।