দেশ ব্রেকিং নিউজ

নো লিকার জ়োন’ ঘোষণা রাম মন্দির চত্বরকে

নতুন বছরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। অযোধ্যায় এখন সাজো সাজো রব। জোরকদমে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, চলছে মন্দিরের গর্ভগৃহের নির্মাণকাজ।

এর মধ্যেই বড়সড় ঘোষণা যোগী সরকারের। রাজ্য সরকারের তরফে ‘নো লিকার জ়োন’ হিসাবে ঘোষণা করা হয়েছে রাম মন্দির চত্বরকে। বৃহস্পতিবার যোগী সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রাম মন্দির সংলগ্ন ৮৪-কোশী পরিক্রমা অঞ্চলের মধ্যে মদ খাওয়া , বিক্রি করা, কেনা কিছুই যাবে না। এমনকি পূর্বে যেসব মদ দোকান ছিল সেগুলিকেও সরিয়ে ফেলা হবে‌।

উত্তর প্রদেশ সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, লাইসেন্স প্রাপ্ত মদ দোকানগুলি সরতে না চাইলে কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। তবে ব্যবসায়ীদেরা যাতে কোনও ক্ষতির মুখে না পড়তে হয় সেই দিকেও নজরে রাখবে সরকার।