দেশ ব্রেকিং নিউজ

দিল্লিতে বাতিল হোলি খেলা

ফের হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় লকডাউনের পথে বেশ কয়েকটি রাজ্য। করোনায় রাশ টানতে বড় পদক্ষেপ করল দিল্লি সরকার। বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলিতে যথেচ্ছভাবে যাত্রীদের কোভিড পরীক্ষা করার নির্দেশ দিল দিল্লি স্বাস্থ্য দপ্তর।
ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর দিল্লি! বাতিল হয়েছে হোলি খেলা। প্রকাশ্যে হোলি খেলা তো যাবেই না, ঘরোয়াভাবে জটলা করে হোলি উদযাপনও বন্ধ। শব–এ–বরাত এবং নবরাত্রি উৎসব পালনের উপরও জারি নিষেধাজ্ঞা।
জনবহুল এলাকা বিশেষ করে বাজার–শপিং মলে চলবে কড়া নজরদারি, করোনা সতর্কতাবিধি না মানলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা! যে সমস্ত বেসরকারি বাসে বেশি ভিড় হয় সেই সমস্ত বাসস্ট্যান্ডের বাইরেও কোভিড পরীক্ষা করা হবে। সমস্ত জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশিকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। নতুন ১,১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও পর্যন্ত দিল্লিতে করোনায় মৃত্যু মোট ১০,৯৬৭ জনের। গত বছর ১৯ ডিসেম্বর মাসে দৈনিক সংক্রমণ এতটা বেড়েছিল, নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১১৩৯ জন। অন্যদিকে, সক্রিয় রোগীর সংখ্যাও ৪ হাজার ছাড়িয়েছে, বর্তমান সংখ্যা ৪,৪১১। গত ৬ জানুয়ারি সর্বোচ্চ ছিল সক্রিয় রোগীর সংখ্যা। সেদিন সংখ্যাটা ছিল ৪, ৪৮১ জন।