দেশ লিড নিউজ

আজ নারদ মামলার শুনানি হচ্ছে না

নারদ মামলায় নয়া মোড়। আজ নারদ মামলায় কলকাতা হাইকোর্টে শুনানি হচ্ছে না। আদালতের ওয়েবসাইটে নোটিশ অনুযায়ী আজ ডিভিশন বেঞ্চ বসছে না। বিশেষ কারণে প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না বলে জানানো হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। সুতরাং আজও জেল হেফাজতেই থাকতে হচ্ছে চার হেভিওয়েট নেতাকে। বৃহস্পতিবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আর তার আগেই বাতিল হয়ে গেল শুনানি।
নারদ মামলায় রাজ্যের দুই প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মামলা স্থানান্তরের জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে ধার্য ছিল বুধবার। ওইদিনই সোমবার চারজনের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদনেরও শুনানি ছিল। জেলবন্দি চার নেতা–মন্ত্রী জামিন পাবেন কি না, তা নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের উপরই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দুটি আবেদনের উপরই একসঙ্গে ভার্চুয়াল শুনানি চলে।
বৃহস্পতিবারও জেল হেফাজতেই ছিলেন দুই মন্ত্রী–সহ চারজন। গতকাল আদালত জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি হবে। কিন্তু আজ নোটিশ দিয়ে বিচারপতি জানিয়েছেন, এক বিশেষ কারণে আজ শুনানি হচ্ছে না। যদিও কী কারণ, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। সারদা মামলায় মদন মিত্রের গ্রেপ্তারির পর আলিপুর আদালতে বিক্ষোভের জেরে মামলা কলকাতা নগর দায়রা আদালতে সরানোর আবেদন করেছিল সিবিআই। তবে নিম্ন আদালতের পুরো শুনানি প্রক্রিয়া খারিজ করে হাইকোর্টে মামলা সরানোর আবেদনের নজির বড় একটা নেই বলেই আইনজ্ঞরা মনে করছেন।