সিকিমে করোনা শূন্য। ফলে মৃত্যুরও ব্যাপার নেই। আর তাতেই অবাক সকলেই। এখনও সিকিমের দরজার গোড়ায় ঘেঁষতে পারেনি করোনাভাইরাস। কারণ ১৬ মার্চ থেকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং করোনা প্রতিরোধের জন্য বিদেশি–দেশি পর্যটকদের ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। সিল করা হয়েছিল সীমান্ত। ব্যস, করোনা মুক্ত সিকিম।
জানা গিয়েছে, সিকিমের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। প্রেম সিং জনগণের কাছে বাইরে না বেরোনোর আবেদন করেছিলেন। গোটা সিকিম ছিল কার্যত কোয়ারেন্টাইনে। তাই সেখানে এখনও পর্যন্ত একজনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। সিকিমে প্রাণঘাতী ভাইরাস স্পর্শ করতে পারেনি। সারা দেশের মোট চার শতাংশ মানুষ বসবাস করেন সিকিমে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন– সিকিমের আয়তন, কম ঘনবসতি, সবকিছুই সিকিমকে করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করেছে। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং বিশ্বের প্রথম অরগ্যানিক রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল।