The deadly virus, which has spread around the world from China's Wuhan, has not caught on in Antarctica. It goes without saying that there is almost no risk of infection. So everyone is safe here.
আন্তর্জাতিক পরিবেশ

এটা করোনামুক্ত নিরাপদ মহাদেশ

এখানে করোনাভাইরাস নেই। বরং আছে মৃদু বাতাস। সঙ্গে মনোরম পরিবেশ। করোনা এখানে থাবা বসাতে পারেনি। বলা যেতে পারে, একমাত্র মহাদেশ যেটি এখনও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত। চিনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া মারাত্মক ভাইরাস থাবা বসাতে পারেনি আন্টার্কটিকায়। সেখানে সংক্রমণের আশঙ্কাও প্রায় নেই বললেই চলে। তাই এখানে নিরাপদে আছে সবাই।
জানা গিয়েছে, আন্টার্কটিকা এখন পৃথিবীতে সব থেকে নিরাপদ স্থান। যদিও শুরুর দিকে কিন্তু এই আন্টার্কটিকায় করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল। পৃথিবীর শীতলতম অঞ্চলে গত গ্রীষ্মে পর্যটকদের একটি ক্রুজ জাহাজে করোনার সংক্রমণ হয়েছিল। তবে সেটি আন্টার্কটিকায় ছড়ায়নি। তারপর থেকেই এখানে আর কারও কোনওরকম সংক্রমণ দেখা যায়নি। সাধারণত এখানে পর্যটকরাই ঘুরতে আসে। ফলে এখানে করোনা সংক্রমণ ছড়াবার সম্ভাবনা প্রবল। আর সেখানে সুস্থ পরিবেশ থাকায় এখন অবাক সকলে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবার আন্টার্কটিকায় ৬ মাস প্রবল শীত থাকবে। তাই বাইরের জগতের সঙ্গে আর কোনও যোগাযোগ থাকবে না মেরু অঞ্চলের। ফলে সংক্রমণের শঙ্কাও নেই। আন্টার্কটিকায় স্থানীয় কেউ থাকে না। পেঙ্গুইন, তিমি, সিল আর আলবাট্রোস নামক পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ডানার পাখির দলের বাস এখানে। তবে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ হাজার বিজ্ঞানী এবং গবেষক এখানে থাকেন বলে খবর।