ব্রেকিং নিউজ রাজ্য

‘গ্রেফতার নয়’, জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি পেলেন বিজেপি বিধায়করা

জাতীয় সঙ্গীত অবমাননা মামলার জল এবার গড়াল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের দ্বারস্থ ১০ বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআরকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতিও পান তাঁরা। সোমবারও ছিল সেই মামলার শুনানি।

রবিবারই জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে তলব করেছিল লালবাজার পুলিশ। মঙ্গলবার তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, শালতোড়ার চন্দনা বাউরি ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এর আগে ৫ জন বিধায়ককে তলব করা হয়েছিল। তারপর তালিকায় যুক্ত হলেন আরও তিনজন। এই তিনজনকে মঙ্গলবার ডাকা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁদের ডাকা হয়েছে।

এদিকে বিধানসভায় জাতীয় সংগীতে অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, স্বস্তি পেলেন বিজেপি বিধায়করা। এখনই এই মামলায় গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে আদালত৷ সোমবার মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।

উল্লেখ্য, গত বুধবার শাহি সভার দিন তৃণমূলের ধর্ণা কর্মসূচি চলছিল বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে। সেই সময় বিজেপি বিধায়করাও পাল্টা বিক্ষোভ দেখান বিধানসভায় গাড়ি বারান্দার সামনে।

তৃণমূলের অভিযোগ, তারা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন বিজেপির বিধায়করা চিৎকার করছিলেন তারস্বরে। তৃণমূলের দাবি, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা।