দেশ লিড নিউজ

সর্বদল বৈঠক ছাড়াই বাদল অধিবেশন

এই বছর সংসদের বাদল অধিবেশন শুরুর আগে নিয়মমাফিক সর্বদলীয় বৈঠক হচ্ছে না। করোনার সংক্রমণের প্রকোপ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথা মেনে সর্বদল বৈঠক করছেন না লোকসভার স্পিকার ওম বিড়লা। গত দু’দশকে এমন ঘটনা ঘটেনি বলেই খবর। বাদল অধিবেশন শুরু হওয়ার আগের থেকেই বেশ কিছু নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর। সংসদীয় প্রথা ভেঙে প্রশ্নোত্তর পর্ব বাতিল এবং জিরো আওয়ারের সময়সীমা ছাঁটাই করা হতে পারে বলে সূত্রের খবর।
করোনার জেরে এবার সংসদের বাদল অধিবেশন পিছিয়ে গিয়েছে। কমেছে অধিবেশনের মেয়াদও। পাশাপাশি সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধ জারি হয়েছে সংসদ ভবনে। আগামী ১ অক্টোবর পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও করোনা আবহে তা হবে কি না তা নিয়ে সন্দিহান সবপক্ষই। সংসদের কোনও অধিবেশন বসার আগে, সেই অধিবেশনের অ্যাজেন্ডা, আলোচ্য বিষয়, বিল—এই সব নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে নিতেই কেন্দ্র সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। তবে এই বছর করোনাভাইরাসের কারণে কোনও সর্বদলীয় বৈঠকের আয়োজন করছেন না সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।
এদিকে সর্বদল বৈঠক না ডেকে অধিবেশন শুরু হওয়া নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীরা। এই বৈঠকে সাধারণত কোন কোন বিল পেশ করা হবে, তার একটা সর্বসম্মত খসড়া করা হয়। কিন্তু এই বৈঠক ডাকা হচ্ছে না বলে গণতন্ত্র বিরোধী সংসদ অধিবেশন বলছেন বিরোধীরা। এই অধিবেশনে ২৩ বিল আনতে পারে কেন্দ্র। যার মধ্যে ১৭টি পাশ করানোর চেষ্টা চালাবে সরকার। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরুর দিনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বসবে নিম্নকক্ষের অধিবেশন। উচ্চকক্ষ অর্থাত্‍‌ রাজ্যসভার অধিবেশন চলবে বিকেল ৩টে থেকে ৭টা।একদিন অন্তর রাজ্যসভা চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা। আবার সেই দিনে লোকসভা চলবে বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৭টা।