বুধবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টম বারের জন্য শপথ নেবেন নীতিশ কুমার। মঙ্গলবার সকাল থেকেই একাধিক রাজনৈতিক দল তাদের বিধায়কদের নিয়ে বৈঠকের করে। নীতিশ কুমার পাটনার অফিসে তার দলের বিধায়কদের নিয়ে বৈঠক করার পরে জেডিইউ বিধায়ক এবং আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে নীতিশ কুমার রাজভবনে গিয়ে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী পদ থেকে এবং পরবর্তীতে সরকার গঠনের জন্য আবেদন জানায় জেডিইউ এবং আরজেডি।
বিকেল চারটে নাগাদ শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমার। ২০১৫ সালে আরজেডি এবং জেডিইঊ-র জোট হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তেজস্বী যাদব এবং তার পরিবারের উপর দুর্নীতির অভিযোগ তুলে জোট থেকে বেরিয়ে যান নীতিশ কুমার, জোট করেন বিজেপির সঙ্গে।
বিহারের রাজনীতিতে বারবার বিভিন্ন দলের সঙ্গে জোট করার কারণে পাল্টি চাচা নামেই তাকে ডাকা হতো। বিহারের এই নতুন মহাজোটে আরজেডি ও জেডিইউ ছাড়া চারটি ছোট আঞ্চলিক দল রয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে নীতিশ কুমার জানিয়েছেন “এই জোট জনগণের সেবা করবে, এটি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।”
সাংবাদিক সম্মেলনে নীতিশ কুমারের পাশে ছিলেন তার থেকে ৩৯ বছরের ছোট আরজেডি নেতা তেজস্বী যাদব। অন্যদিকে নিতীশ কুমার বিজেপি সঙ্গ ছেড়ে, আরজেডির হাত ধরে নতুন সরকার গঠন করলেও কার্যত বিজেপি নীরব। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রসঙ্গে তারা কিছুই করবে না। তবে নীতিশ কুমারকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছে বিজেপি।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নীতিশ কুমারের এই বিজেপি ছাড়া প্রসঙ্গ তারা অনেক আগেই জানতেন। তা সত্ত্বেও তারা নীতিশ কুমারকে বোঝানোর চেষ্টা করেনি বা কেন্দ্রীয় কোন নেতৃত্ব এসে তাকে বোঝায়নি। বিহারের মুখ্যমন্ত্রী থাকার জন্য তিনি একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করেছেন অন্য রাজনৈতিক দলের হাত ধরেছেন। বিষয়টা মানুষ ভালোভাবে নেয়নি বলেও জানিয়েছে বিজেপি। এখন দেখার বুধবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই মহাজোট কত দিন বিহারের রাজনীতির ময়দানে টিকে থাকে।