দেশ ব্রেকিং নিউজ

সিল নীতি আয়োগ ভবন

এবার কর্মীর দেহে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ায় সিল করে দেওয়া হলো নীতি আয়োগের ভবন। ওই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যে কর্মীরা এসেছিলেন তাঁদের প্রত্যেককে সেলফ–কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে ঠিক কারা কারা সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ করছে প্রশাসন।
গোটা ভবনটি সিল করার সিদ্ধান্তটি টুইট করে নীতি আয়োগ। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, নীতি ভবনে কর্মরত এক কর্মীর দেহে করোনা সংক্রমণ মিলেছে। নীতি ভবনের কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই খবর পান। তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে সম্পূর্ণ বিল্ডিং সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে সম্পূর্ণ বিল্ডিং জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কিছুদিন কড়া নজরদারিতে রাখা হবে ওই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের প্রধান কার্যালয়ের এক কর্মীর দেহে করোনাভাইরাস ধরা পড়লে ভবনটি সিল করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের এক কর্মীর দেহে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই সেই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেককে সেলফ কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়।