সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আগামিকাল শুক্রবারই শুনানি রয়েছে ওই মামলার।
রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেকারণেই বৃহস্পতিবার তিনি সুপ্রিম কোর্টে যান। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি কোচবিহারে হামলার ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথের। তাঁর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা করে পুলিশ। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন নিশীথ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সার্কিট বেঞ্চ। খাতায়কলমে গ্রেফতারিতে বাধা ছিল না পুলিশের। তারপরেই আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিশীথ।
কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।য়প্রাথমিক ভাবে আদালত মামলাটি শুনানির জন্য সোমবার বেছে নিয়েছিল। কিন্তু নিশীথের আইনজীবী মক্কেলের গ্রেফতারির আশঙ্কার কথা জানিয়ে আবেদনের পর আদালত জানিয়ে দেয়, শুক্রবারই মামলার শুনানি হবে।